মানিকগঞ্জে খেলাঘর আসরের কর্মীদের মাঝে ত্রাণ বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি, ৭ আগস্ট.

জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মানিকগঞ্জ বানভাসি কর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ আইনজীবী সমিতি কার্যালয় প্রাঙ্গণে খেলাঘর ঢাকা মহানগর দক্ষিণ আসরের উদ্যোগে মানিকগঞ্জ জেলা খেলাঘরের ৭টি শাখার ১৩৫ জন সদস্যদের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় খেলাঘরের সম্পাদক শ্যামল বিশ্বাস, কেন্দ্রীয় সদস্য আরশেদ আলী, সম্পাদক তৌহিদ রিপন, ঢাকা বিভাগীয় সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী জাবেদ ইকবাল শিহাব, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জুয়েল মজুমদার, খেলাঘর সংগঠক সামসুল ইসলাম, মানিকগঞ্জ জেলা খেলাঘরের সম্পাদক আবদুল ওহেদ, সম্পাদক আব্দুল হালিম।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আজহারুল ইসলাম আরজু, জেলা সিপিবি’র সভাপতি প্রফেসর আবুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

খেলাঘরের সংগঠক আরশেদ আলি জানান, মানিকগঞ্জ জেলা খেলাঘরের ৭টি শাখার ১৩৫ জন বানভাসি ভাই-বোনদের মাঝে প্রতিজন’কে  চিড়া, মুড়ি, গুড় ও খাবার সেলাইন বিতরণ করা হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ আগস্ট ২০২০।

আরো পড়ুুন