মানিকগঞ্জ প্রতিনিধি ,২৪ আগস্ট:
মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে সোমবার দুপুরে কোয়াবের উদ্যোগে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, আম্পায়ারসহ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ও স্থানীয় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
কোয়াবের কেন্দ্রীয় সভাপতি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সাবেক জাতীয় ক্রিকেটার এএম নাঈমুর রহমান দুর্জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পৌর মেয়র কাজী কামরুল হুদা সেলিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক দেবব্রত পাল ও জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা প্রমুখ।
পরে ৩ শ পরিবারের মাঝে চাল, ডাল তেলসহ ১০ কেজির একটি প্যাকেট দেওয়া হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ আগষ্ট ২০২০।