মানিকগঞ্জ প্রতিনিধি, ১৪ জুন:
ইউনিয়ন ভিত্তিক কোল্ড স্টোরেজ স্থাপন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য এবং কীট নাশকের মূল্য হ্র্রাসের দাবিতে মানিকগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক সমিতি, জেলা কমিটি আযোজনে ঘন্টাব্যাপী এই সমাবেশের আয়োজন করে।
জেলা কৃষক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সংকর প্রসাদ ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কে›ন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, সহ সাধারণ সম্পাদক আবিদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মানিকগঞ্জ জেলা সংসদের সভাপতি এম আর লিটন। কৃষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক সেতোয়ার হোসেন খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান ও সহ সাধারণ সম্পাদক আরশেদ আলী।
এসময় বক্তারা বলেন , দেশের প্রতিটি ইউনিয়নে শস্য ক্রয় কেন্দ্র চালু করতে হবে। সরকারকে সার ও কীট নাশকে ভূর্তিকি প্রদানের মাধ্যমে কৃষককে স্বল্পমূল্যে সার, বীজ ও কীট নাশক প্রদান করতে হবে। জাতীয় বাজেটে কৃষি বরাদ্দ বৃদ্ধির দাবীও করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৪ জুন ২০২১।