মানিকগঞ্জে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল সংর্ঘষে এক মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৪ এপ্রিল:

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল সংর্ঘষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার সকাল সোয়া ৬ টার দিকে মহাসড়কের দিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালকসহ দুইজন আহত হয়েছেন।

নিহত সবুজ হোসেন (২৩) টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধুপুরিয়া গ্রামের লাল মিয়ার ছেলে।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সকালে পাটুরিয়াগামী সিমেন্টবাহী কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন পাবনা জেলার আমিনপুর উপজেলার মাসুদিয়া কাজীপাড়া গ্রামের কাদের শেখের ছেলে মোটরসাইকেল চালক নাজমুল হাসান রনি (৩০) ও মোটরসাইকেল আরোহী টাংগাইল জেলার নাগরপুর থানার ধুপুরিয়া গ্রামের ময়নাল হোসেনের ছেলে ফরহাদ (২৬)।

নিহত ও আহতরা ভাড়ার মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। আহতদের মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের ঐ কর্মকর্তা আরো বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সেই সাথে কাভার্ডভ্যানের চালক ইমরান খানকেও (২৫) আটক করা হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ এপ্রিল ২০২১।

আরো পড়ুুন