মানিকগঞ্জ প্রতিনিধি, ০৯ জুলাই:
লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় দু:স্থদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে মানিকগঞ্জ জেলা যুবলীগের নেতাকর্মীরা।
শুক্রবার দুপুরে মানিকগঞ্জ পৌর এলাকার কোর্ট চত্তর, শহীদ রফিক সড়ক এলাকা, পূর্ব দাশড়া, গঙ্গাধরপট্টিসহ বেশ কয়েকটি এলাকায় এক হাজার পরিবারের মাঝে তারা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।
এসময় মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি ও পৌর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, আহবায়ক কমিটির সদস্য ফিরোজ আলম খান, সাদেকুল ইসলাম সোহা, মনিরুল ইসলাম খান, সামিউল আলীম রনি, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান, মাহমুদুল হক শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ফজলে শামস পরশ ও মাঈনুল হোসেন নিখিলের নির্দেশে মানিকগঞ্জ জেলা যুবলীগ লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কর্মসূচি হাতে নিয়েছে। যতদিন লকডাউন থাকবে, ততদিন যুবলীগ অসহায় মানুষের পাশে সহযোগিতা অব্যাহত রাখবে।
যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি বলেন, পৌর এলাকা থেকে আমাদের কর্মসূচি শুরু করেছি। আমাদের এই কর্মসূচি পুরো জেলায় চলমান থাকবে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, দুই কেজি আটা, দুই কেজি আলু, এককেজি ডাল, এককেজি লবন ও একটি হুইল সাবান।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ জুলাই ২০২১।