মানিকগঞ্জে করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৪ জুলাই

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ২ জন মৃত্যুবরণ করেছেন। এ সময় ৩০১ জনের নমুনা পরীক্ষা করলে পজিটিভ শনাক্ত হয়েছেন ৮৭ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৯০ শতাংশ।

বুধবার (১৪ জুলাই) দুপুরে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নতুন আক্রান্ত ৮৭ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ২৯ জন, সিংগাইরে ২০, সাটুরিয়ায় ১১, শিবালয়ে ৯, হরিরামপুরে ৯, ঘিওরে ৮ ও দৌলতপুরে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ২৫ হাজার ৬৪০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ২৭৫ জন। এর মধ্যে ২ হাজার ৪৬২ জন সুস্থ হয়েছেন। অন্যরা হাসপাতাল ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১ জন।

মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা কাজী এ কে এম রাসেল জানান, গত ২৪ ঘণ্টায় ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১১৩ জন।

তাদের মধ্যে পজিটিভ রোগী রয়েছেন ৬৭ জন এবং আইসোলেশনে রয়েছেন ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩১ জন এবং ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৪৮ জন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৪ জুলাই ২০২১।

আরো পড়ুুন