মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ জুন:
মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ হোসেন (৫১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রাত ৮টার দিকে তিনি মারা যান।
শনিবার মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল বেলা ১১টার দিকে হাসপাতালে আসলে তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ৮টার দিকেই তিনি মারা যান।
এর আগে ১৬ জুন হাসপাতালে ভর্তি হন। ফরহাদ হোসেনের নমুনা সংগ্রহ করে ওই দিনই তা পরীক্ষার জন্য ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠানো হয়। এখনো তার রিপোর্ট পাওয়া যায়নি বলেন তিনি।
এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ১৪ জন। পরে তাদের মধ্যে চার জনের করোনা শনাক্ত হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ জুন ২০২০।