মানিকগঞ্জ প্রতিনিধি, ০৮ জুলাই
মানিকগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কার্তিক চন্দ্র (৭০) ও আব্দুর রাজ্জাক (৩৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
কার্তিক চন্দ্র জেলার ঘিওর ও আব্দুর রাজ্জাক হরিরামপুর উপজেলার বাসিন্দা।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একে এম রাসেল জানান, করোনায় আক্রান্ত হয়ে গত মাসের ২৬ তারিখে কার্তিক চন্দ্র ও চলতি মাসের ৪ তারিখে আব্দুর রাজ্জাক করোনা ডেডিকেডেট হাসপাতালে ভর্তি হন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত ২৮৫৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৩৯৯ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছে ৫৭ জনের।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ জুলাই ২০২১।