মানিকগঞ্জ প্রতিনিধি, ২৯ অক্টোবর:
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র ‘শান্তি-শৃঙ্খলা সর্বত্র ’ প্রতিপাদ্য কে সামনে রেখে মানিকগঞ্জে জেলা পুলিশের “কমিউনিটি পুলিশিং ডে-২০২২”উদযাপিত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে কমিউনিটি পুলিশ পতাকা উত্তোলনের মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে-২০২২”উদযাপনের সূচনা করেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান,পিপিএম-বার।
পরে মানিকগঞ্জ জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে মানিকগঞ্জ জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।
র্যালিতে মানিকগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন সদস্যগণ, র্যার-৪ এর বিভিন্ন কর্মকর্তা, আনসার সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
র্যালি শেষে মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি ৩-এর কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট মো: আরিফ হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মো: হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সালাম চৌধুরীসহ আরও অনেকেই।
এসময় মানিকগঞ্জ প্রেসক্লাবের গোলাম ছারুয়ার ছানু, সাধরণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, অপু মোহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মুহাম্মদ কারুল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে অনুষ্ঠিত হয় সেচ্ছায় রক্তদান কর্মসূচী । পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ অক্টোবর ২০২২।