মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ আগষ্ট
করোনা ভাইরাসের কারণে এবছর তাজিয়া মিছিল না হলেও ২০০ বছরের ঐতিহ্যবাহী গড়পাড়া এমামবাড়িতে সীমিত পরিসরে পালিত হয়েছে পবিত্র আশুরা। দু:স্থদের মাঝে খাবার বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমেই এবছর আশুরা পালন করলো এমামবাড়ি।
বেলা ১১ টার দিকে সদর উপজেলার গড়পাড়া এলাকায় অবস্থিত এমামবাড়ি দরবার শরীফ প্রাঙ্গনে পবিত্র আশুরা নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্বাস্থ্যবিধি মেনে শতাধিক দু:স্থদের মাঝে চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ।
পরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, পৌর মেয়র মো: রমজান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, এমামবাড়ির খাদেম আরিফুর রহমান বাবু, শাহজাদা রহমান বাঁধন, তাজিনুর রহমান তাজ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ আগষ্ট ২০২১।