মানিকগঞ্জ প্রতিনিধি, ১৫ আগষ্ট:
মানিকগঞ্জে মাদক সেবনের দায়ে আব্বাস উদ্দিন নামে এক মাদক সেবনকারীকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আলী রাজিব মাহমুদ মিঠুন মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের বাংলাদেশ হাট পার্শ্ববর্তী দরগ্রাম রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কারাদন্ড প্রাপ্ত মো. আব্বাস উদ্দিন (৪০) সে মানিকগঞ্জ সদর উপজেলার পূর্বখালপাড় ধোয়া এলাকার মৃত মুনছের আলীর পুত্র।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্বাসকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য আব্বাস এর আগেও নিয়মিত মাদক সেবনের দায়ে ইতোপূর্বে ২ বার কারাদন্ডে ভোগ করেছেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ আগষ্ট ২০২০।