মানিকগঞ্জ প্রতিনিধি, ১৩ নভেম্বর
মানিকগঞ্জে ১ হাজার ৫৪২ এইচএসসি পরীক্ষার্থীকে করোনার টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
শনিবার সকাল ৯টায় মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফর রহমান টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সব শিক্ষার্থীদের ফাইজার টিকা দেওয়া হবে। সকাল থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রম চলে বিকেল ৪ টা পর্যন্ত।
গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ১১২ জন শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হয়।
ডা. লুৎফর রহমান জানান, শনিবার ১ হাজার ৫৪২ জনকে টিকা দেওয়া হয়েছে। মানিকগঞ্জে এর আগে ১২ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৩৭৬ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ নভেম্বর ২০২১।