মানিকগঞ্জ প্রতিনিধি, ১ ডিসেম্বর:
মানিকগঞ্জে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করার আধুনিক যন্ত্র জাপানের ইয়ানমার কম্বাইন হারভেস্টার এর মাঠ প্রদর্শনীর আয়োজন করে এসিআই মটরস।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদরের পাট গবেষণা ইন্সটিটিউটে এই মাঠ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. বেনজীর আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান আলী বিশ্বাস, এসিআই মটর্স লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস প্রমুখ।
এসময় মানিকগঞ্জ পাট গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা, কর্মচারী, জেলা ও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপকারভোগী কৃষক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রসঙ্গত, জাপানী প্রযুক্তির ইয়ানমার কম্বাইন হারভেস্টার দিয়ে ১ ঘণ্টায় প্রায় ১০০ শতাংশ জমির ধান/গম কেটে মাড়াই, ঝাড়াই করে বস্তা বন্দী করা যায়। এতে খরচ মাত্র ৮-১০ লিটার ডিজেল। প্রচলিত পদ্ধতিতে ১ একর জমির ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করতে প্রায় ১৭-২০ জন শ্রমিক ও সময় ১ দিন লাগতো সেখানে ইয়ানমার কম্বাইন হারভেস্টার দিয়ে ১ একর জমির ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করতে লাগে মাত্র ২ জন এবং সময় লাগে ১ ঘণ্টা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ ডিসেম্বর ২০২০।