মানিকগঞ্জে ইনক্রিমেন্টের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সাটুরিয়া প্রতিনিধি, ২৫ আগষ্ট:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় রাইজিং স্পিনিং মিলস্ এর শ্রমীকেরা ইনক্রিমেন্টের দাবিতে  ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করছে।

মঙ্গলবার সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত দুইঘন্টা যাবৎ প্রতিষ্ঠানটির শ্রমীকরা বাৎসরিক ইনক্রিমেন্টের দাবিতে এই সড়ক অবরোধ করেন।  এতে ঢাকা- আরিচা মহাসড়কের কয়েক কিলোমিটার যানজট লেগে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমীকরা ফ্যাক্টরী গেটে প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দাবি আদায় প্রসংগে আলোচনা চালিয়ে যাচ্ছে।

গোলড়া হাই-ওয়ে পুলিশের ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা অবরোধ উঠিয়ে নিয়েছেন। এবং যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে তারা (শ্রমীকেরা) মহাসড়ক অবরোধ করলে গোলড়া হাই-ওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কে অবস্থানরত শ্রমীকদের সড়ক থেকে সরাতে সক্ষম হন।

পরবর্তীতে শ্রমীকেরা ফ্যাক্টরী গেটে অবস্থান নিয়েই তাদের দাবি আদায়ে অবস্থান ও বিক্ষোভ করছে।

গোলড়া হাই-ওয়ে পুলিশের ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, সকাল সাতটা থেকে প্রায় দুই ঘন্টা রাইজিং স্পিনিং মিলসের শ্রমীকেরা তাদের বাৎসরিক ইনক্রিমেন্ট আদায়ের দাবিতে মহাসড়ক অবরোধ করে। বর্তমানে মহাসড়ক পুলিশের আওতায় রয়েছে তবে শ্রমিকেরা ফ্যাক্টরী গেটে ফ্যাক্টরীর কর্মকর্তাদের সাথে দাবি আদায় নিয়ে আলোচনা করছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ আগষ্ট ২০২০।

আরো পড়ুুন