মানিকগঞ্জে আনসার-ভিডিপি’র মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৯ জুলাই:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনসার ভিডিপি মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে একযোগে সাতটি উপজেলা ও জেলা সদরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে জেলা কার্যালয় চত্তরে বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ভিডিপির মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট এস,এম রায়হান হেলাল, ৩৮ আনসার ব্যাটালিয়ন কোম্পানী কমান্ডার মো. আরিফুল ইসলামসহ আরও অনেকে।

এর আগে একটি র‌্যালি জেলা কার্যালয়ের আশে পাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী বলেন, আমরা জেলা কার্যালয়সহ ৭টি উপজেলা অফিসে সহস্রাধিক বিভিন্ন প্রজাতীর ফলজ ও ভেষজ গাছের চারা জেলা ও উপজেলা কার্যালয়, সংগঠনের ক্লাব-সমিতি প্রাঙ্গন ও সরকারি রাস্তার উভয় পার্শ্বে রোপণ করা হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৯ জুলাই ২০২০।

আরো পড়ুুন