মানিকগঞ্জ প্রতিনিধি, ১৩ জুন:
মানিকগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনীর জেলা সমাবেশ ২০২২ সোমবার দুপুরে জেলা কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট মো. এফতেখারুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক ফাতেমা সুলতানা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খাঁন পিপি এম (বার), মহিলা আনসার ব্যটালিয়ন এবং পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ) তাসনিক আরা, মানিকগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধূরী, ৩৮ আনসার ব্যাটালিয়ন মানিকগঞ্জের পরিচালক সৈয়দ ইফতেহার আলী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানিকগঞ্জ জেলার সহকারী কমান্ড্যান্ট এসএম রায়হান হেলালসহ আরও অনেকে।
সমাবেশে জেলার আনসার ও ভিডিপি’র ২৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। জেলায় বিভিন্ন কর্মকান্ডে ও কোভিড ১৯ মোকাবেলায় বিশেষ অবদান রাখায় আনসার ও ভিডিপি’র সদস্যদের মাঝে ১৬ জনকে বাইসাইকেল, ০৫ জনকে সেলাই মেশিন ও ৪০ জনের মাঝে ছাতা বিরতণ করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ জুন ২০২২।