মানিকগঞ্জ প্রতিনিধি, ৯ জুলাই:
মানিকগঞ্জে করোনা ভাইরাসের প্রভাবের কারনে গৃহবন্দী শিশুদের জন্য অনলাইনে ছবি আঁকার ব্যাতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করে মানিকগঞ্জের বৃহত্তম ফেসবুকগ্রুপ “মানিকগঞ্জ-১৮০০”।
৮০ হাজারেরও বেশী সদস্যসমৃদ্ধ এই গ্রুপের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা শিশু শ্রেণি থেকে শুরু করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য সিমাবদ্ধ ছিল।
“আমাদের শিশুরা আঁকবে মানিকগঞ্জ-১৮০০ র দেয়ালে।” এই শিরোনামে আয়োজিত প্রতিযোগিতায় ১২৩ জন শিশু অংশ গ্রহন করে।
ছবির নির্ধারিত বিষয়বস্তু ছিল”আমাদের প্রকৃতি ” শিশুরা নিজ বাড়িতে বসে আঁকা ছবি ক্যামেরায় তুলে নির্ধারিত সময়ের মধ্যে নিজনিজ পূর্ণ পরিচয়সহ গ্রুপের টাইমলাইনে পোস্ট করার অহবান করা হয়।
তারপর সেই ছবি ১২টি এ্যালবামে বিন্যস্ত করে ১ জুলাই একযোগে মানিকগঞ্জ- ১৮০০ গ্রুপে আপলোড করা হয়।
এ এ্যালবামগুলো ৭দিন গ্রুপমেম্বারদের লাইক প্রদানের জন্য উন্মুক্ত রাখা হয়। অভিজ্ঞ বিচারক প্যানেলর সদস্যদের দেয়া নম্বর এবং সর্বোচ্চ লাইককে ‘দর্শক প্রদত্ত নম্বর’ হিসেবে বিবেচনায় নিয়ে “সেরা পাঁচ” নির্ধারণ করা হয়।
গত বুধবার ( ৮জুলাই) রাত সাড়ে ১০টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। গ্রুপের আয়োজকরা জানান, সারা দেশেই করোনা ভাইরাসের কারনে সরকারী ও বেসরকারী অফিসের মিটিং অনলাইনে হচ্ছে। তাহলে প্রতিযোগীতা কেন অনলাইনে করা যাবে না। এ প্রতিযোগীতা নিয়মিত বিরতিতে এই অব্যাহত থাকবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ জুলাই ২০২০।