ঘিওর প্রতিনিধি, ৮ মে:
নিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়ায় দুই কন্যা ও স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী আসাদুজ্জামান রুবেলের বিরুদ্বে।
ঘটনাটি ঘটেছে ঘিওর উপজেলার লিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে। রবিবার (৮ মে ) দিবাগত রাতের কোন এক সময়ে।
নিহতরা হলেন ঘিওর উপজেলার বালিয়াখোড়ার আঙ্গারপাড়া গ্রামের দন্ত চিকিৎসক আসাদুজ্জামান রুবেলের স্ত্রী লাভলী (৩৫), মেয়ে ছোঁয়া (১৬) ও কথা (১২)। বড় মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম এবং ছোট মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশুনা করতেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে দন্ত চিকিৎসত আসাদুজ্জামান রুবেল (৪০) নিজেই ঘটনা ঘটিয়েছেন।
প্রতিবেশীরা জানান, ঋণগ্রস্ত ও পারিবারিক কলহের জরে ধরে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব আরো বলেন, খবর শুনে সকালে ঘটনা স্থলে গিয়ে নিহত মা ও দুই মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের স্বামী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে । এ ঘটনায় স্বামীকে নজরদারিতে রাখা হয়েছে যে কোন সময়ে তাকে আটক দেখানো হবে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ মে ২০২২।