মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ নভেম্বর.
মানিকগঞ্জর সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচনে নির্বাচিত ইউপি সদস্য রবিউল হাসানের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে রবিউল হাসানকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সহকারী কমিশনার আলী রাজিব মাহমুদ মিঠুন প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২০ অক্টোবর ওই ইউনিয়নে শূন্যপদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রবিউল হাসান বিজয়ী হন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ নভেম্বর ২০২০।