সাটুরিয়া প্রতিনিধি, ১৫ মে:
৬ষ্ঠ উপজেলা নির্বাচনে সাটুরিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই জমে উঠেছে। মূল লড়াই হবে উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মুন্নি আক্তার এবং ও আওয়ামী লীগ নেত্রী এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তারে সাথে। এমনটাই ধারণা করা হচ্ছে।
বিএনপি সাবেক নেত্রী মুন্নি আক্তার প্রজাপতি ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার হাঁস প্রতিক নিয়ে মাঠ কাপাচ্ছেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মাঠে রয়েছেন। অপর দুই জন হচ্ছেন সাটুরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেফালি আক্তার, হাঁস, এবং সাটুরিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বেগম কলস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
মানিকগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বালিয়াটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত আব্দুস সোবহানের কন্যা বিএনপি নেত্রী মুন্নি আক্তার। তিনি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছিলেন। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অম্যান্য করে নির্বাচন করায় গত ১৪ মে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
এদিকে চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যানের সাথে মহিলা ভাইস ভাইস চেয়ারম্যানদের গণ সংযোগ জমে উঠেছে। সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজার, রাস্তা ঘাটে এবং গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী পোষ্টার, ফেষ্টুনে ছেয়ে গেছে। প্রার্থী নিজে, তাদের স্বজন ও সমর্থকদের টিম সরাসরি ভোট প্রচারণা ছাড়াও চলছে ডিজিটাল মাইকিং। এসব মাইকে বাহারি গান ও প্রতিশ্রুতি স্বম্বলিত মূলক চালাচ্ছেন প্রচারণা। অপরদিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালাচ্ছেন প্রচারণা।
বিএনপি নেত্রী মুন্নি আক্তার বলেন, আমার পিতা মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষের সেবায় কাজ করে গেছেন। বিএনপি রাজনীতি করলেও তৃণমূলে সর্বজনীন প্রচন্ড জনপ্রিয় ছিলেন। সব মানুষের কাছে সীমাহীন জনপ্রিয়তা। বাবার আদর্শকে লালন করেই আমি নির্বাচনের আগে সাধারণ মানুষের নিকট গিয়ে তুমুল সারা পেয়েছি। ফলে আমি নির্বাচন চালিয়ে যাচ্ছি। আমি আশা করছি আমি ভোটারদের অকুণ্ঠু ভোট পেয়ে নির্বাচিত হব এবং সাটুরিয়া শিশু ও নারীদের জন্য ব্যতিক্রমী কাজ করে যাব।
বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার বলেন, আমি বিগত সময়ে চেয়ারম্যান ছিলাম। আমি এবাও জয়ী হব ইনশাআল্লাহ।
সাটুরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেফালি আক্তার বলেন, আমি বালিয়াটি ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচিত ছিলাম। আমার জনপ্রিয়তা থাকতেই আমি সাটুরিয়ার বৃহত্তর মানুষকে সেবা দিতে আমি প্রার্থী হয়েছি। আমি জয়ী হয়ে সাটুরিয়ার সেবা করতে পারব বলে আমি আশা রাখি।
সাটুরিয়া উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, সাটুরিয়া উপজেলা টি ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা রয়েছে ৭৬ হাজার ২ শত ২৫ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৭৬ হাজার ৭২ ভোট। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৩ শত ৪৭ ভোট। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন। আগামী ২৯ মে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ মে ২০২৪।