মহানবী (সা:) নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি, ৫ অক্টোবর

ফ্রান্সে মহানবী (সা:) নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জেলা ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহীদ স্মরনী সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ স্মৃতিস্তম্ভে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব হযরত মাওলানা বশির রেজা, মাওলানা আব্দুল ওয়াহাব, মাওলানা নুরুল ইসলাম ফরায়েজী, শেখ সালাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা ফ্রান্স সরকারের সহযোগিতায় বাক স্বাধীনতার নামে বহুল সমালোচিত ম্যাগাজিন শার্লিএবদো কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রচার করায় ফ্রান্সকে বয়কটসহ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান। সেই সাথে বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের দূতাবাস দ্রুত সরিয়ে নেওয়াসহ ফ্রান্সের তৈরি সকল ধরনের পণ্য বর্জনের ঘোষনা দেন তারা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ নভেম্বর ২০২০।

আরো পড়ুুন