মানিকগঞ্জ প্রতিনিধি, ১৫ আগস্ট
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,করোনা ভাইরাসের ভ্যাকসিনের বিষয়ে বাংলাদেশ যাতে অগ্রধিকার পায় সে বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে ভ্যাকসিন আনা যায়।
শনিবার (১৫ আগষ্ট) দুপুরে মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদা বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়াজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় ও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড.আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক এ্যাড.আব্দুস সালাম, জেলা প্রশাসক এসএম ফেরদৌস ও পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ আগষ্ট ২০২০।