ভিড় কমছে না পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে

মানিকগঞ্জ প্রতিনিধি, ১১ মে:

ঢাকা আরিচা মহাসড়কের ২ টি স্থানে বিজিবির চেক পোস্ট থেকে পাটুরিয়াগামী গাড়ি ফিরিয়ে দেওয়ার পরও পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ভীড় কমছে না। মঙ্গলবার দিনভর হাজার হাজার যাত্রীদের ফেরি দিয়ে নদী পার হতে দেখা গেছে। তবে সকাল ৯ টা পর থেকে থেমে থেমে বৃষ্টি থাকায় ঈদ ঘরমুখো যাত্রীরা ভোগান্তীতে পড়ে।

মঙ্গলবার সকাল থেকে সব ফেরি পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে। প্রতিটি ফেরিতেই অ্যাম্বুলেন্সের পাশাপাশি ছোট গাড়ি, মোটরসাইকেল ও যাত্রী ছিল লক্ষ করার মত।

ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মানিকগঞ্জের অংশের সাটুরিয়া উপজেলার বারবারিয়া নামক এলাকা এবং শিবালয় উপজেলার টেপড়া এলাকায় বিজিবির চেক পোস্ট বসানো হয়েছে। বারবারিয়া এলাকায় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম এবং শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রুহুল আমিন রিমন অবস্থান করছেন চেক পোস্টে।
সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, বিজিবি সদস্য ছাড়াও পুলিশ সদস্যদের নিয়ে দিনের বেলায় প্রাইভেট কার বা অন্য কোনো গাড়ি পাটুরিয়া ঘাট এলাকায় যেতে দিচ্ছি না।

এদিকে যাত্রীদের প্রাইভেটকার থেকে নামিয়ে দিলে চেক পোস্ট এলাকা পায়ে হেটে গিয়ে অপর প্রান্তে বিভিন্ন যানবাহনে চড়ে পাটুরিয়া ঘাট এলাকায় জড়ো হচ্ছে। মঙ্গলবার দিনভর মহাসড়কে অনেক প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল দেখা গেছে।

বিআইডব্লিউটিসি আরিচা কাার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, মঙ্গলবারও জুরুরী সেবার সাথে জড়িত এমন যানবাহন নদী পারা পার করা হচ্ছে। এসময় কিছু যাত্রী, প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহনও নদী পার হচ্ছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১১ মে ২০২১।

আরো পড়ুুন