সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি, ৫ জুন:
ব্যতিক্রমি বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে মনিকগেঞ্জর সাটুরিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পৌরসভা বিহীন বাংলাদেশর প্রথম উপজেলা পর্যায়ে বর্জ্য পরিবহন উদ্বোধন, বৃক্ষ রোপন।
বুধবার দুপুর সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্চর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের স্থায়ী মঞ্চে ক্লিন সাটুরিয়া করার লক্ষে (গ্রামীণ গারবেজ কালেক্টর) বর্জ্য পরিবহন উপদ্ভোধন করেন মানিকঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শুল্কা সরকার, জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসেন রাজ, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী নাজমুল করিম, বালিয়াটি ঈশ^র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আছালত জামান খান আরিফ এবং এফ এ ও এর প্রতিনিধি।
মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, পৌরসভার মত নাগরিক সুবিধা উপজেলা পর্যায়ে নিশ্চিত করণের অন্যতম পদক্ষেপ হচ্ছে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা। ভৌগোলিক অবস্থান থেকে উপজেলায় শিল্পায়ন ও নগরায়নের কিছুটা ছোঁয়া লাগলেও স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় নাগরিক সুবিধা বঞ্চিত সাটুরিয়া উপজেলার বাসিন্দারা। তাই পৌরসভার মতো বর্জ্য সংগ্রহ ব্যবস্থাপনা ও রিসাইকেল করার উদ্দেশ্যে করা হয়েছে প্রজেক্ট টোকাই।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান বলেন, বাংলাদেশে পৌরসভা ও সিটি করপেরশনে সাধারণত বর্জ্য সংগ্রহ করে নিদিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়। আমরা বাংলাদেশে প্রথম কোন পৌর সভা বিহীন উপজেলা প্রর্যায়ে আমারা বর্জ্য সংগ্রহ করব। পৌরসভার আদলে কেনা হয়েছে দুইটি অত্যাধুনিক মিনি গারবেজ কালেক্টর টোকাই কেনা হয়েছে। প্রতিটি ইউনিয়ন ৯টি মিনি গারবেজ ভ্যান দেওয়া হবে। যার মাধ্যমে সরকারী প্রতিষ্ঠানসমূহ, হাটবাজার, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ বিভিন্ন জনবহুল পয়েন্ট থেকে ইউনিয়ন পর্যায়ে সামান্য সেবামূল্যের বিনিময়ে মিনি গারবেজ ভ্যানের মাধ্যমে সংগ্রহ করা হবে বর্জ্য, রাখা হবে একটি সাময়িক ডাম্পিং স্টেশনে (ইউনিয়নভিত্তিক)। ২টি মিনি গারবেজ কালেক্টর নির্ধারিত শিডিউল অনুযায়ী বিভিন্ন ইউনিয়নের ডাম্পিং স্টেশন থেকে বর্জ্য সংগ্রহ করে নিয়ে যাবে উপজেলার স্থায়ী ডাম্পিং স্টেশনে, পরিবহন ও লোকবলের ব্যয় নির্বাহ করা হবে জনসাধারণ থেকে প্রাপ্ত সেবামূল্যের বিনিময়ে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে পুরো প্রজেক্ট মনিটর ও পরিচালনা করা হবে।
প্রজেক্ট টোকাই এর একটি অনন্য বৈশিষ্ট্য হলো, পঁচনশীল এবং অপঁচনশীল বর্জ্য আলাদাভাবে দুইটি কম্পার্টমেন্টে সংগ্রহের জন্য গাড়িগুলোকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এমনকি স্থায়ী ডাম্পিং স্টেশনেও প্লাস্টিক বর্জ্য আলাদাভাবে ফেলার ব্যবস্থা রাখা হচ্ছে। প্লাস্টিক বর্জ্য রিসাইকেলের সাথে সাথে পঁচনশীল বর্জ্য জৈবসার হিসেবে প্রক্রিয়াজাতকরণ করা হবে জানান সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
পরে মানিকগঞ্জ জেলা প্রশাসক সাটুরিয়া উপজেরার ফুকুরহাটি ইউনিয়নে বিভিন্ন গাছের চারা রোপণ করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ জুন ২০২৪।