মানিকগঞ্জ প্রতিনিধি, ২৪ ফেব্রুয়ারি:
বৈষম্য বিরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীদের একাংশ। এতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন এ মহাসড়কের সাধারণ যাত্রীরা।
সোমবার বেলা ১ টারর দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকায় অবরোধ গড়ে তোলেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে বেলা ২টার দিকে তারা ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় এবং কমিটি বাতিলের দাবি জানান।
তারা অভিযোগ করেন, সদ্য ঘোষিত ২১২ সদস্যের কমিটিতে প্রায় ২০ জন ছাত্রলীগের নেতাকর্মীকে অন্তভুক্ত করা হয়েছে এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। এছাড়া কমিটি বাতিলের দাবি জানালে বর্তমান কমিটির নেতারা তিনজন আন্দোলনকারীকে সোমবার ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তারা।
আন্দোলনকারীরা কেন্দ্রীয় কমিটিকে ত্যাগী ও প্রকৃত কর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। এক ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন, ফলে যান চলাচল স্বাভাবিক হলেও এর প্রভাব পড়ে উক্ত সড়কে। উভয় দিকে শত শত যানবাহন আটকে পড়ে।
উল্লেখ্য,সম্প্রতি ওমর ফারুককে আহবায়ক ও নাহিদ মনিরকে সদস্য সচিব করে মানিকগঞ্জে ২১২ সদস্যের কমিটি অনুমোদন দেন বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আবদুল্লাহ। তবে এই কমিটিকে প্রত্যাখ্যান করে নতুন কমিটির দাবি জানিয়ে আসছে একাংশ।
এদিকে গত (২২ ফেব্রæয়ারি) শনিবার শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল ও সহসমন্বয়ক রুদ্রকে মানিকগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনের জেলা কমিটি থেকে পদত্যাগ করা নেতারা। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে জেলা কমিটি স্থগিত করা না হলে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের কর্মসূচি সোমবার পালন করেন।
সংবাদ সম্মেলনে নেতারা দ্রæত এ কমিটি ভেঙ্গে নতুন কমিটির আহবান করেন।
পদত্যাগী যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু বলেন, সাত লাখ টাকার বিনিময়ে ৪২১ সদস্যের কমিটি গঠন করা হয়। এতে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা নতুন কমিটিতে জায়গা পেয়েছেন। ২০ ফেব্রæয়ারি অফিসিয়াল পেজে এ কমিটি প্রকাশ করা হয়।
এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ওমর ফারুক বলেন, টাকা-পয়সা দিয়ে পকেট কমিটি করার কথা অস্কীকার করেন। কিছু সদস্য পদত্যাগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য পায়তারা করছেন। কেন্দ্রীয় নেতাদের অবাঞ্চিত এবং ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ এগুলো ঠিক হচ্ছে না বলেও মন্তব্য করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ ফেব্রুয়ারি ২০২৫।