মানিকগঞ্জ প্রতিনিধি, ২১ সেপ্টেম্বর:
জেলার শিবালয় উপজেলার বরংগাইল পেয়াজের হাট ও নালী বাজারে অভিযান চালিয়ে তিন পিয়াজ ব্যাবসায়ীসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলা শাখা।
সোমবার দুপুরে অধিক দামে পেয়াজ বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বরংগাইল পেয়াজের হাটের তিন আড়ৎদারকে ৮ হাজার এবং নালী বাজারে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রয়ের অপরাধে আরও এক প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা ও আদায় করে।
অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলা শাখার উপ- পরিচালক আসাদুজ্জামান রুমেল। তাকে করেন সহযোগিতা করেন শিবালয় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও মানিকগঞ্জ ৩৮- ব্যাটালিয়ন আনসার সদস্যগণ।
ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলা শাখার উপ- পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জনস্বার্থে আমাদের এ অভিযান অভ্যাহত থাকবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ সেপ্টেম্বর ২০২০।