বেশী করে পিয়াজ বপন করার আহবান বাণিজ্য সচিবের

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ সেপ্টেম্বর

আগামীতে বেশী করে পিয়াজ বপন করার জন্য কৃষকদের আহবান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব ডক্টর জাফর উদ্দীন।  সরকারের পক্ষ থেকে কৃষকদের সকল ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেন।

তিনি বুধবার বিকালে মানিকগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা ও মূল্যে স্থিতিশীল রাখার বিষয়ে সার্কিট হাউজ মিলনায়তনে মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব আরো বলেন, দেশে পিয়াজের বাজার উর্দ্ধমূখীর জন্য দেশপ্রেমহীন কিছু সিন্ডিকেট ব্যবসায়ীরা দায়ী। ভারতের পিয়াজ রপ্তানী বন্ধ করে দিয়েছে এমন সংবাদের একদিনের ব্যবধানে দেশে পিয়াজের দাম বৃদ্ধি করার কোন কারন নেই । এখনো ভারতের পিয়াজ আমাদের দেশে আসেনি, তার পরেও পিয়াজের বাজার কিছুটা কমে এসেছে।  সরকার পিয়াজসহ নিত্য  প্রয়োজনী পন্যের বাজার স্থিতিশিল রাখার জন্য সব ধরণে কাজ করে যাচ্ছে। যারা পিয়াজের বাজার উর্দ্ধমূখী করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। সেই সাথে তিনি জানান দেশে পিয়াজ আমদানীমূখী না করে কিভাবে রপ্তানীমূখী করা যায় এর জন্য সরকার তিন বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহন করেছেন।

জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ  পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ আরও অনেকে।

মতবিনিময় সভায় প্রান্তিক কৃষক,ব্যবসায়ী, প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বাজার মনিটরিং কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ সেপ্টেম্বর ২০২০।

আরো পড়ুুন