বেওথা ঘাটে এখন আর খেয়া পারাপার নেই। নেই সকাল, সন্ধ্য ব্যাস্ত মানুষের কোলাহল। খেয়ানৌকায় নদী পার হতেহতে বিনিময় হয়না অন্তরঙ্গতা। রাতের অন্ধকারে প্রলম্বিত হাঁকে কেও ডাকেনা খেয়ামাঝিকে । কালিগঙ্গা নদীর ওপর বেওথা ঘাটে এখন বিশাল সেতু। প্রয়োজন ফুরিয়েছে খেয়া নৌকার। প্রয়োজন ফুরালেও অনেকের স্মৃতির পাতা থেকে মুছে যায়নি। কিম্বা স্থির হয়ে আছে এমন ছবিতে।
ছবি ও লেখা দৈনিক কালের কন্ঠের মানিকগঞ্জ প্রতিনিধি সাব্বিরুল ইসলাম সাবুর ফেসবুক থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ ১১ এপ্রিল ২০২০।