মানিকগঞ্জ প্রতিনিধি, ৪ জুন.
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে এক ওয়েবিনার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট মানিকগঞ্জ জেলা কমিটি শুক্রবার (৪ জুন) বিকাল ৪ টার দিকে জুমের মাধ্যমে এই ওয়েবিনারের আয়োজন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মল্লিক আকরাম হোসেন।
প্যানেল স্পিকার হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ড. মমতাজ বেগম,সাবেক অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মহিউদ্দিন মাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম, চীনা বিজ্ঞান একাডেমির বণ্যপ্রাণী ও পরিবেশ বিষয়ক গবেষক ড. নাসির উদ্দীন,পরিবেশকর্মী এরলিন্ডা সি. কার্তিকা, আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপকমিটির সদস্য ও পরিবেশ কর্মী এ্যাড. মিজানুর রহমান রুবেল, পরিবেশ কর্মী ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. দীপক ঘোষ,দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার সানু প্রমুখ।
সভার সঞ্চালনা করেন মানিকগঞ্জ জেলা গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্টের সাধারণ সম্পাদক রাজ্জাক হোসাইন রাজ ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৪ জুন ২০২১।