মানিকগঞ্জ প্রতিনিধি, ৮ মার্চ:
মানিকগঞ্জে বিশ্ব নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে।
নারী নিপীড়ন নির্যাতন প্রতিরোধ ও নারী অধিকার আদায়ের সংগঠন প্রীতিলতা ব্রিগেড এর উদ্যোগে সোমবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত উদীচী জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রীতিলতা ব্রিগেড এর জেলা সমন্বয়ক রুমা আক্তার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সৈয়দা সাবরিনা সমপা, অনামিকা আক্তার স্বর্ণা,তৃষা আক্তার, শ্রাবণী আক্তার, তিশা ইসলাম, আরজিনা আক্তার, সীমা আক্তার ও সুর্বণা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, পাহাড় থেকে সমতলে সকল নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণ বন্ধ করতে হবে। নারীদের সকল ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করতে হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ মার্চ ২০২১।