হরিরামপুর প্রতিনিধি, ৭ নভেম্বর
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলামা মাশায়েখ হরিরামপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, খতিব, শিক্ষক, শিক্ষার্থীসহ সহস্রাধিক মুসুল্লী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানান।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ নভেম্বর ২০২০।