সাটুরিয়া প্রতিনিধি, ১৭ মার্চ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি চলছে মানিকগঞ্জের সাটুরিয়ায়। সরকারি-বেসরকারি অফিস ও ভবনে উত্তোলন করা হয়েছে জাতীয় পতাকা ।
বুধবার (১৭ মার্চ) জেলার সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
সকাল সাড়ে ৭ টায় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো এবং সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর সাটুরিয়া থানা পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর, সাটুরিয়া থানা, হাসপাতাল ভবন, বালিয়াটি জমিদার বাড়ি, বালিয়াটি পরিষদ ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় মঙ্গলবার সন্ধা থেকেই আলোকসজ্জা করা হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৭ মার্চ ২০২১।