শিবালয় প্রতিনিধি, ২ অক্টোবর
শিবালয় থানায় কর্মরত পুলিশ কনস্টেবল বিদায় বেলায় মো. আবু জায়েদ থানা পুলিশের গাড়ির ওসির আসনে বসে বাড়িতে গেলেন।
এ পুলিশ সদস্য অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখার জন্য নানা আয়োজন করে শিবালয় থানা পুলিশ।
কনস্টেবল জায়েদের বিদায় উপলক্ষে বৃহস্পতিবার রাতেই থানার সকল সদস্যেদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে তাকে বিদায় জানানো হয় । এসময় তার হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন উপহার সমাগ্রী। আর শুক্রবার বাড়ি ফেরার সময় তার সম্মার্থে ওসির বহন করা নিজের সরকারি গাড়িটি বিভিন্ন রংবে রংঙ্গের বেলুন ও ফুল দিয়ে সাজানো হয় । শুক্রবার দপুরে তাকে আনন্দঘন পরিবেশে বিদায় সম্বর্ধনা শেষে সরকারি গাড়ীতে বাড়ি পৌঁছে দেয়া হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবির জানান, শিবালয় থানায় এ প্রথম কোন পুলিশ কনস্টেবল অবসরে যাওয়ার পর তাকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সম্ভর্ধনা ও সাজানো গাড়িতে বাড়ি পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়।
কনষ্টবল আবু জায়েদ ১৯৮৪ সালের ৫ মার্চ বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে ৩৮ বছর চাকুরীর পর অবসরে যান। সে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চর ভারাঙ্গা উত্তরপাড়া গ্রামের মরহুম নেফাজ উদ্দিনের পুত্র।
অবসরে যাওয়া মো. আবু জায়েদ বলেন, চাকরী জীবন শেষে এমন সম্মান অনেকের ভাগ্যে জুটে না। আমি আজ সত্যিই আনন্দিত। আমার অবসরে যাওয়ার সময় আমাকে এমন সম্মান প্রদর্শন করার জন্য ওসি স্যার ও শিবালয় থানাকে অসংখ্য ধন্যবাদ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২ অক্টোবর ২০২০।