বিদায়ী সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা কথা রাখলেন

সাটুরিয়া প্রতিনিধি, ১৫ জুন:

সদ্য বিদায়ী সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বদলি হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হয়ে মুন্সিগঞ্জ যোগদান করেছেন। সাটুরিয়া থেকে বিদায় নিলেও কথা দিয়ে কথা রেখেছেন তিনি।

তার সেই স্বপ্ন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করলেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাটুরিয়া উপজেলা মডেল মসজিদের মুসুল্লীদের  জন্য একটি পানির ফিল্টার মসজিদ ষ্টাফদের নিকট হস্তান্তর করেন।

এসময় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সাটুরিয়া উপজেলা ফিল্ড সুপার ভাইজার সেলিম হোসাইন, মডেল কেয়ারটেকার মাওলানা মো. হাবিবুল্লাহ, প্রশিকার বিভাগীয় অফিসার শাহিনুর রহমানসহ আরও অনেকেই।

এসময় বিদায়ী সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা অনলাইনে যুক্ত হয়ে প্রশিকা সাটরিয়া শাখাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মডেল মসিজদের মুসুল্লিদের জন্য একটি আধুনিক পানির ফিল্টারের বিশেষ প্রয়োজন পড়ে। আমি বদলির কিছু দিন আগে তাদের জানাই। আজ সেটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর শেষে মসিজিদে স্থাপন করায় বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান সহ সবাইকে ধন্যবাদ জানান।
পরে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান বলেন, মডেল মসজিদের মুসুল্লিদের যে কোন সমস্যা দ্রুত সমাধান করার আশ^াস প্রদান করেন।

ইসলামিক ফাউন্ডেশনের সাটুরিয়া উপজেলা ফিল্ড সুপার ভাইজার সেলিম হোসাইন বলেন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদায় নিয়েও তার মসজিদের সমস্যার কথা মনে রেখেছেন এবং সেটা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করেছেন। সেই ধারা বাহিকতায় বর্তমান নির্বাহী কর্মকর্তা অব্যাহত রাখছেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ জুন ২০২৩।

আরো পড়ুুন