সাটুরিয়া প্রতিনিধি, ১৬ ডিসেম্বর:
মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে সাটুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্বৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেছেন।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্বৃতিসৌধে সাটুরিয়া প্রেসক্লাবের সদস্যগণ পুস্পস্তবক অর্পণ করেন।
এ সময় সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সাটুরিয়া প্রতিনিধি সোহেল রানা খান, এসএ টিভি ও দৈনিক দেশ রুপান্তরের মানিকগঞ্জ প্রতিনিধি এবং প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাসান ফয়জী, দৈনিক যুগান্তরের সাটুরিয়া প্রতিনিধি সাজাহান সরকার, দৈনিক সংবাদের সাটুরিয়া প্রতিনিধি ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, দৈনিক আমাদের সয়য়ের সাটুরিয়া প্রতিনিধি ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক মইনুল ইসলাম, সাটুরিয়া সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ও কালের কথার সম্পাদক ওয়াসিম আকরাম উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ ডিসেম্বর ২০২০।