বিজয় দিবস উপলক্ষে সাটুরিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

সাটুরিয়া প্রতিনিধি, ১৬ ডিসেম্বর:

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প সাটুরিয়া বাজারের শহীদ মিনার চত্তরে অনুষ্ঠিত হয়েছে।

সাটুরিয়া বাজারের ঐতিহ্যবাহী পরিবারের দুই ভাই মো. এছাকুর রহমান ও মো. শামিম হকে উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। যা সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। তবে যে পর্যন্ত রোগী থাকবে সে পর্যন্ত সেবা অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

সাটুরিয়ার কৃতি সন্তান মো. এছাকুর রহমান পুত্র ইবনে সিনা ডিজিটাল হাসপতালের অর্থপেডিক বিশেষজ্ঞ ও সার্জণ ডা. আব্দুর রহমান (বিকি) এর নেতৃত্বে আরো ৪ জন ডাক্তার এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।

তারা হচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন, ডায়াবেটিস, লিভার, উচ্চ রক্তচাপ ও বক্ষব্যাধি রোগের চিকিৎসক ডা. মেহেদী হাসান, ডাঃ নাবিল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের নাক,কলা গলা বিশেষজ্ঞ ডাঃ বি এম রাইসুল সাইফ অ্যানেস্থেসিওলজি এবং পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোর্শেদা জাহান মিতু।

এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, যুবদলের আহবায়ক আমীর হামজা, শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানসহ আরও অনেকেই।

এতে প্রায় সহ¯্রাধিক বিভিন্ন রোগীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পত্র ও ঔষধ দেওয়া হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ ডিসেম্বর ২০২৪।

আরো পড়ুুন