বিএনপি ভোটে আসে না আবার ভোটারদের আসতে বাধা দেয়- দরগ্রামে স্বাস্থ্যমন্ত্রী

সাটুরিয়া প্রতিনিধি, ২৮ ডিসেম্বর:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি ভোটে আসে না আবার ভোটারদের আসতে বাধা দিচ্ছে। তারা আসন্ন নির্বাচনে ভোট না দিতে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করছেন। ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাস করছেন। বিএনপির রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি, ধংসের রাজনীতি।

তিনি বৃহস্পতিবার বিকেলে সাটুরিয়া উপজেলার দরগ্রাম বুহুমুখী বিদ্য্যালয় মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থমন্ত্রী আরো বলেন, সাটুরিয়া এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে নতুন ভবন তৈরি করি নাই। শেখ হাসিনা প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন।

তিনি বলেন, প্রতিটি এলাকায় রাস্তা ঘাট করেছি। পদ্বা সেতু নির্মাণ করেছে। মেট্রোরেল, ফ্লাইওভার নির্মাণ করেছি। মানিকগঞ্জে কর্ণেল মেডিকেল কলেজ, মা শিশু কেন্দ্র, ডায়বেটিস হাসপাতাল, ডাবল লেনের সড়ক নিমার্ণ করেছি। রেজিষ্ট্রি অফিস, জুডিশিয়াল ভবন করেছি।

সভায় দরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মুজিবুর রহমানের সভাপতিত্তে আরও বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী নূর রতন বক্স।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ আরও অনেকেই।

সভায় মানিকগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ ডিসেম্বর ২০২৩।

আরো পড়ুুন