সাটুরিয়া প্রতিনিধি, ২০ অক্টোবর:
বিএনপি নির্বাচনে আসলে নির্ঘাত জামানত হারাবে, তাই তারা নির্বাচনে আসতে চায় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি শুক্রবার সন্ধায় সাটুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় একটি ব্রীজের ভিত্তি প্রস্থতর স্থাপন ও আসন্ন দ্বাদশ নির্বাচনী সাটুরিয়া ইউনিয়ন কেন্দ্র কমিটির নেতা কর্মীদের নিয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে বলছেন, আপনারা নির্বাচনে অংশ গ্রহণ করুন। সংবিদান অনুযায়ী নির্বাচন হবে। শান্তিপূর্ন সকল দলকে সমান গুরুত্ব দিয়ে নির্বাচন অনুষ্ঠি হবে। কিন্তু তারা নির্বাচনে আসতে চায় না। তারা বৃশংখলা সৃৃষ্টি করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা অবরোধ করছে। ভাংচুর করছে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সরকার প্যালিষ্টাইন বাসীদের পক্ষে আছে। তিনি আমাকে বলেছেন, তাদের জন্য বড় ধরনের ওষুধ ও স্বাস্থ্য সেবা পাঠাতে । আমরা তার ব্যবস্থা করছি।
জাহিদ মালেক বলেন, আমরা উন্নয়নের রাজনীতি করি। আমরা মানুষের জন্য রাজনীতি করি। আর বিএনপি জ্বালাও পোড়াও রাজনীতি করে। তারা ক্ষমতায় গেলে বোমা হামলা করে। বাংলা ভাই তৈরি করে। বিএনপির সাথে আর জনগণ নাই। তাই তারা আর নির্বাচনে আসতে চায় না। তাই আগামী নির্বাচন সংবিধান রক্ষার নির্বাচন। আগামী নির্বাচনেই প্রমাণ হয়ে যাবে, কমিউনিটি ক্লিনিক থাকবে কি থাকবে না, বিভিন্ন সামাজিক ভাতা থাকবে কি, থাকবে না।
যে গুষ্টি দেশের স্বাধীনতা চায় নাই। সেই রাজাকার, আল বদর রাই বঙ্গবন্ধকে হত্যা করেছে। সেই চক্রই আবার ২১ আগষ্টে শেখ হাসিনা কে গ্রেনেড হামলা চালিয়েছিল।
আগামী নির্বাচনের আগে অনেক কাজ আছে বলে কর্মীদের উদেশ্যে তিনি আরো বলেন, আপনারা আমাদের উন্নয়নের কথা বলবেন জনগনের নিকট। তাদের ভোট কেন্দ্রে আসার জন্য কাজ করবেন। আর দেশের উন্নয়নের স্বার্থে পূনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা কে জয়ী করবেন।
এসময় আরো বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান।
এসময় সাটুরিয়া ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ অক্টোবর ২০২৩।