হাসান ফয়জী, মানিকগঞ্জ, ৬ আগষ্ট:
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীদের আজ থেকে মানিকগঞ্জ বাসীর পাহারাদার মনে করবেন। আমি চাই আমার সন্তানরা যুদ্ধ ও বিপ্লব করে বিজয় ছিনিয়ে এনেছে। তেমনি ভাবে আমার মানিকগঞ্জের সন্তানরা মানিকগঞ্জে শান্তি ফিরিয়ে আনবে।
স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগ করায় মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল শেষে মানিকগঞ্জ বাস ষ্টান্ডে মঙ্গলবার দুপুরে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠে এসে জড় হন। পরে সেখান থেকে একটি বিজয় মিছিল বের কওে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ঢাকা- আরিচা মহাসড়কে সমাবেশ করে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা আরো বলেন, মানুষের মনে ভয় ঢোকে গেছে। সেই ভয় দূর করতে হবে। ১৭ বছর মানুষ আমাদের পাশে না থাকলে এ বিজয় ছিনিয়ে আনতে পারতাম। সেই জনগণ যাতে বিন্দু মাত্র কষ্ট না পায় তার দায়িত্ব জাতীয়তা বাদী দল বিএনপির প্রতিটা কর্মীর। আমি মানিকগঞ্জের প্রতিটি মানুষ তথা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমানদের প্রতিনিধি। সরকারী অফিসসহ সকল স্থাপনা আমাদের সম্পদ। সরকারী বেসরকারী সকল অফিস আমাদের রক্ষা করতে হবে। এটা আমার কঠোর নির্দেশ। এর ব্যতয় ঘটলে, কিংবা কারো বাড়ি ঘর ভাংচুর করলে, তার কোন ফোটেজ পাই, তার বিরোদ্ধে আমি ব্যবস্থা নিব।
তিনি আরো বলেন, বিগত ১৭ বছর পর ধানের শীষের ঘাটি আমাদের নিকট হারিয়ে গিয়েছিল। ১৭ বছর আমরা আমাদের স্লোগান দিতে পারি নাই। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আগামী বাংলাদেশ এই যুব সমাজ তৈরি করবে। মানিকগঞ্জের সকল নাগরিকরা আমার সন্তান দাবী করে তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে সকলেই আমাদের।
আফরো খান রিতা আরো বলেন, আমরা প্রথম বিজয় অর্জন করেছি। আমাদের পরিপূর্ণ বিজয় অর্জন করতে হবে। আমারে দৈয্য ও সহনশীল হতে হবে। আমাদের এ বিজয় যাদের দ্বারা অর্জন হয়েছে। আমাদের সন্তান আবু সাঈদ মুগ্ধসহ এমন হাজার সন্তানের রক্তের বিনিময়ে । আমাদের ৫২ আন্দোলনে সিংগাইরের রফিক উদ্দিন জিবন দিয়েছিল। একইভাবে ২০২৪ সালে গতকাল শিবালয়ের এক ছাত্র রফিক নামেই জীবন দিয়েছেন।
তিনি আরো বলেন, আপনারা কথা বলার অধিকার চেয়েছিলেন, তা আপনারা পেয়েছেন। আজকের এ বিজয় ১৮ কোটি মানুষের বিজয়। স্বাধীন বাংলাদেশ চেয়েছিলেন, সেটা আমরা ফিরে পেয়েছি। আমরা আবার কোদাল হাতে ধরব। কিন্তু কোনা দুর্নীতি ও অন্যায়ের সাথে জড়িত হব ন। সকল জনগণের অংশ গ্রহণের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, জনাব তারেক রহমানের সোনার বাংলা গড়ে তোলব। সে নেতা এত দুর থেকে ১৮ কোটি মানুষকে একত্র করতে পেরেছে, তার জন্য দোয়া করেন, দ্রুত যেন বীরের বেশে দেশে ফিরে আসতে পারে।
এসময় আরোও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সহ সভাপতি আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার ও সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুসখান মজলিশ মাখন সহ অনেকে। এসময় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৬ আগষ্ট ২০২৪।