বিএনপিতে অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না- সাটুরিয়ায় রিতা

সাটুরিয়া  প্রতিনিধি, ১৬ আগষ্ট:

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, বিএনপিতে অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না। খুুনী শেখ হাসিনা পদত্যাগ করার পর আওয়ামী লীগের অনেক লোক বিএনপিতে প্রবেশ করে সন্ত্রাসী কার্যকলাপ করছে। তাই বিএনপির সকলকে সজাগ রাখতে হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাটুরিয়ার কৃতি সন্তান আফিকুল ইসলাম সাদ ৫ আগষ্ট ধামরাই পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগষ্ট শহীদ হন।

সাদের মাগফিরাত কামনায় শুক্রবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম ঈদগাহ মাঠে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা আরো বলেন, খুনী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের পেতাত্তা এখনও দেশে রয়েছে। আওয়ামী লীগের লোক বিএনপিতে যোগ দিচ্ছে। দেশ নায়ক তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে কোন অনুপ্রবেশকারী দলে ডোকানো যাবে না। যদি এ বিষয়টি খেয়াল না রাখেন তাহেল বৈষম্য ছাত্র আন্দোলনে আবু সাইধ, মুগ্ধ ও মানিকগঞ্জের সাদের শাহাদাত বরণ বৃথা হয়ে যাবে।

রিতা আরো বলেন, আজকে যারা সন্তান হারিয়েছেন, তাদের সান্তনা দিয়ে সেটা পূরণ করা যাবে না। আমরা গণতন্ত্র ফিরিয়ে না আনতে হবে। এই মূহুর্তে সকলকে ঐক্যবধ্য হয়ে কাজ করতে হবে। দরগ্রাম বকুল চত্তর ও দরগ্রাম ভি এম ডিগ্রি কলেজের নব নির্মিত বিজ্ঞান ভবনটি আর সাটুরিয়ার কৃতি সন্তান আফিকুল ইসলাম সাদের নামে নামকরণ করার দাবী করেন।

সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখনের সভাপতিত্তে আরো বক্তব্য রাখেন ধামরাই উপজেল বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. তমিজ উদ্দিন, সাটুরিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি আক্তারুজ্জামান খান রোকন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, বৈষম্য আন্দোলনে নিহত আফিকুল ইসলাম সাদের পিতা শফিকুল ইসলামসহ আরও অনেকেই।

এসময় মানিকগঞ্জ জেলা ও সাটুরিয়া উপজেলা বিএনপির ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা পরে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে আহত ছাতদল নেতা সোহান ও স্বেচ্ছা সেবকদলের জুয়েলের বাড়িতে গিয়ে তাদের চিকিৎসার খোজ খবর নেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ আগষ্ট ২০২৪।

আরো পড়ুুন