বাল্য বিয়ে করবে না শফথ করলেন সাটুরিয়ার শিক্ষার্থীরা

সাটুরিয়া প্রতিনিধি, ১৮ ফেব্রুয়ারি.

বাল্য বিয়ে করবে না এবং মাদক কে না এই মর্মে পুলিশ সুপারের নিকট শফথ করলেন মানিকগঞ্জের ৫ শতাধিক শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ার রাইল্যা আব্দুল মজিদ ফটো আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ, ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণী ও দোয়ার মাহফিলে মানিকগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খানের বক্তব্যে সময় এ শফথ নেন শত শত শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান।
সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ছানিহুর আক্তারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরজাহান লাবনী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন,  সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসাইন, ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, ফুকুরহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন লাবুসহ আরও অনেকেই।

এছাড়া সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদ, ছাত্রলীগের সভাপতি শামিম হোসাইন, ফকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মামুন সরকার, যুবলীগ নেতা রফিকুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নের্তৃবৃন্দ,  বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অবিভাবকগণ এবং উক্ত বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৩।

আরো পড়ুুন