বাল্য বিয়েকে না ও মাদক থেকে দুরে থাকার শপথ নিল সসস্রাধিক শিক্ষার্থী

সাটুরিয়া প্রতিনিধি, ১৯ ফেব্রুয়ারি:

বাল্য বিয়ে কে না ও মাদক থেকে দূরে থাকার শপথ নিয়েছে সহস্রাধিক স্কুল শিক্ষার্থী। সোমবার দুপুর ১২ টার দিকে সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীদের এই শপথ করান।

বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নতুন শিক্ষাথীদের নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয় চত্তরে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।

প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত প্রায় ১ হাজার শিক্ষার্থীদের বাল্য বিয়ে কে না এবং মাদক থেকে দুরে থাকার শপথ করান।

এর আগে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম মোল্যা শিক্ষার্থীদের ইভটিজিংকারীদের হুশিয়ার দেন। শিক্ষার্থীদের উদ্যেশ্যে তিনি আরো বলেন, যার স্কুলে যাওয়ার আগে ও পরে তোমাদের বিরক্ত করে তাদের বিরুদ্ধে আমারা ইতোমধ্যে অভিযান পরিচালনা করছি। তোমাদের কোন ভয় নেই। মন দিয়ে লেখা পড়া করবে।

পুরুস্কার বিতরণীর আগে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফ।

সিনিয়র শিক্ষক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসেন রাজ, বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. রুহুল আমিন, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল কাদের, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্বাস আলী, শাহিনুর রহমানসহ আরও অনেকে।

পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষীকা, সহস্রাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ১৯ ফেব্রুয়ারি ২০২৪।

আরো পড়ুুন