সাটুরিয়া প্রতিনিধি, ১০ আগষ্ট:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী নতুন বাজারের বর্ধিত অংশ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে বালিয়াটী বাজারের এ বাজারের বর্ধিত অংশ উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ –জোহরা, বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন, বাজার কমিটির সভাপতি মন্তোষ সাহা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, বালিয়াটী বাজারের ব্যাবসায়ীদের মধ্যে ২৭টি নতুন দোকান লটারির মাধ্যমে বরাদ্ব দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ আগষ্ট ২০২০।