সাটুরিয়া প্রতিনিধি, ৩০ নভেম্বর:
ব্যাংক এশিয়ার ২১ তম জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কেক কাটার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বালিয়াটী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং ব্যাংক এশিয়ার এজেন্ট হাসান ফয়জীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বালিয়াটী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিন।
এসময় কেন্দ্রীয় যুবলীগের সদস্য এস, কে রিমা, ইউপি সচিব হানিফ আলী, আওয়ামী লীগ নেতা আশরাফুল হক সোহেল, বাবুল হোসেনসহ আরও অনেকে।
এসময় বালিয়াটী ইউনিয়নের সকল ইউপি সদস্য, সদস্যাগণ, গ্রাম পুলিশসহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ নভেম্বর ২০২০।