বালিয়াটীর সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হকের স্বরণ সভা অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ১৫ অক্টোবর:

সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল হকের স্বরণ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বালিয়াটী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. রুহুল আমিনের উদ্যোগে স্বরণ সভাটি বৃহস্পতিবার দুপুরে পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন সাটুরিয়া ‍উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমরেন্দু সাহা লাহোর, বালিয়াটী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. লিয়াকত আলী, বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছালত জামান খান আরিফ, সহকরী শিক্ষক মো. মাসুদুর রহমান, সদ্য প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক এর পুত্র মো. পারভেজ, ভগ্নিপতি মো. সিরাজুল হক (লাল) সহ আরও অনেকে।

স্বরণ সভা ও দোয়র মাহফিলে সিরাজুল হক এর শত শত শিক্ষার্থী, পরিষদের সদস্য, সদস্যগণ, বালিয়াটী বাজারের ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন পেশাজীবি মানুষ অংশ গ্রহণ করেন।

পরে এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। সব শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্যে বালিয়াটী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল হক সোমবার (১২ অক্টোবর) সকাল ১১ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিসসহ বার্ধক্য রোগে ভোগছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ অক্টোবর ২০২০।

 

আরো পড়ুুন