সাটুরিয়া, প্রতিনিধি, ২৬ জুলাই:
সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নে মার্তৃত্বকালীন ভাতার টাকা প্রধান করা হয়েছে। রবিবার সকালে পরিষদের এ ভাতার টাকা প্রধান উদ্বোধন করেন বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন।
এ সময় সাটুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমুননেছা , ইউপি সচিব হানিফ আলী, উদ্যোক্তা হাসান ফয়জী উপস্থিত ছিলেন।
বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৮৪ জন দুস্থ্য মহিলাদের মাঝে প্রথম কিস্তিতে ৭ হাজার ২ শত টাকা প্রধান করা হয়েছে। তিনি আরো বলেন, আগে এসব ভাতাভোগীদের সাটুরিয়া ব্যাংকে গিয়ে টাকা উত্তোলন করা হত। এখন আমার বালিয়াটী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বাংক এশিয়ার আউটলেট থেকে দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ জুলাই ২০২০।