সাটুরিয়া প্রতিনিধি, ২১ জনু:
জেলার সাটুরিয়ার বালিয়াটী ইউনিয়নের বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর ১২ টার দিকে বালিয়াটী ইউনিয়নে পরিষদ ভবনে বিট পুলিশের কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, মানিকগঞ্জ) ভাস্কর সাহা।
এ সময় বক্তব্য রাখেন বালিয়াটী ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহুল আমিন, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান মিঞা, ওসি তদন্ত মো. হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমরেন্দু সাহা লাহোর, বালিয়াটী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লিয়াকত আলী, ইউপি সচবি মো. হানিফ আলীসহ আরও অনেকে।
মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, মানিকগঞ্জ) ভাস্কর সাহা বলেন, পুলিশিং সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দেবার লক্ষেই গ্রাম অঞ্চলে আপাতত ইউনিয়ন ভিত্তিক এ বিট পুলিশ কার্যক্রম শুরু করা হল। শহরে ওয়ার্ড পর্যায়ে করা হচ্ছে। এ কার্যালয়ে একজন এস, আই এবং পুলিশ সদস্য থাকবে। এ ইউনিয়নের সকল অভিযোগ এ কার্যালয়ে আসবে। এখানেই সমাধান করা হবে। না হলে তখন থানায় সমাধান করা হবে।
বালিয়াটী ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশিং সেবা মানুষের বাড়ি বাড়ি পৌছে দেবার জন্য এ বিট পুলিশিং প্রসংসার দাবীদার।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ জুন ২০২০।