বালিয়াটীতে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর মানাবিক সহায়তা প্রদান

সাটুরিয়া প্রতিনিধি, ১০ আগষ্ট:

মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটী ইউনিয়নের ৩ শতাধিক বন্যার্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার বিকাল সোয়া ৪ টার দিকে বালিয়াটী পরিষদ প্রাঙ্গনে ১০ কেজি করে চাল বিতরণ উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।

বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম।

এসময় উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ –জোহরা, সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, হরগজ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জ্যোতি, ধানকোড়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ, বালিয়াটী ইউপি সচিব মো. হানিফ আলীসহ আরও অনেকে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ আগষ্ট ২০২০।

আরো পড়ুুন