সাটুরিয়া প্রতিনিধি, ২৮ ফেব্রুয়ারি:
বালিয়াটি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২ টার দিকে বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্তরে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বালিয়াটী ইউনিয়নের চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, বালিয়াটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লিয়াকত আলী, নান্দেশ্বরী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সালামসহ আরও অনেকে।
আলোচনা ও দোয়ার মাহফিলে নব নির্বাচিত ইউপি সদস্য ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও বালিয়াটি ইউনিয়নে ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের জন সাধারণ অংশ গ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের উদ্যেশ্যে বলেন, মনে রাখবেন আপনারা কোন নিদিষ্ট গন্ডির জন প্রতিনিধি নন। সকল শ্রেণীর পেশার মানুষের ভোটে পাশ করেছেন। নিজেকে জনগণের সেবক ও মানুষকে সম্মান দিলেই সফলতা পাবেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ ফেব্রুয়ারি ২০২২।