সাটুরিয়া প্রতিনিধি,১৫ আগষ্ট
যথাযোগ্য মর্যাদায় সাটুরিয়ার বালিয়াটী ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রবিবার (১৫ আগষ্ট) বিকালে বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পরিষদ চত্তরে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমরেন্ধু সাহা লাহোর, বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সোহেল আহম্মেদ চৌধুরী, বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফ, বালিয়াটী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লিয়াকত আলী, আওয়ামী লীগ নেতা আশরাফুল হক সোহেল, যুবলীগ নেতা মো. বাবুল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বালিয়াটী ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীসহ সর্বোস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।
পরে এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ১৫ আগষ্ট ২০২১।